Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলেধরা সন্দেহে আটক, বৃদ্ধের ঝুলিতে মিলল ৪ লাখ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


'মানসিক ভারসাম্যহীন' এক বৃদ্ধের কাছ থেকে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া গেছে। খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় ঘটেছে এমন ঘটনা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে খালিশপুর জুট মিলের সামনে ওই বৃদ্ধের কাছ থেকে এই টাকা পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ছেলেধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করে। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চান এলাকাবাসী। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও বলেন, টাকাগুলো এখন পুলিশের হেফাজতে। বৃদ্ধ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি আয় করেছেন। তবে এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে যা করতে বলা হবে তাই করবে পুলিশ। টাকাগুলো আদালতের জিম্মায় দেয়া হবে।

Bootstrap Image Preview