আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ছয় জন। তবে কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
বৃহস্পতিবার (৩০ মে) এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা।
হামলার পর পরিচয় না প্রকাশ করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, রাজধানী শহরে অবস্থিত দেশটির সামরিক প্রধান কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিগুলোর মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার ক্যাডেটরা বের হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্তত৬ জন নিহত হন। এছাড়াও আহত হন আরও ৬ জন।
প্রসঙ্গত, আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছতে রাশিয়ার রাজধানী মস্কোতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন আফগানিস্তানের জ্যেষ্ঠ রাজনীতিকরা। তাদের শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলা চালানো হয়।