Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাজিরায় অবৈধ ইট ভাটাকে জরিমানা

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধ একটি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মালিকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।

বিডিমর্নিংকে ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস জানান, দুপুরে জাজিরার মুলনা ইউনিয়নের মিরাশার গ্রামের জিআরবি ব্রিকস নামে অবৈধ একটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট প্রস্তুত করার অপরাধে ভাটার মালিক খালেক দেওয়ানকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান ভাটার মালিক খালেক। এছাড়া বৈধ লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ভাটার সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস।

Bootstrap Image Preview