Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফার্মগেটে কিশোরীকে পিষে দিল স্বাধীনের বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর ফার্মগেট এলাকায় স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় তানজিলা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাবুল টাওয়ারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। চালক আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, তানজিলা এবার সিভিল এভিয়েশন কলেজ থেকে এসএসসি পাস করেছে। সে পরিবারের সঙ্গে রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকতো।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বাবুল টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানজিলা বাংলামোটরে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বাসের ধাক্কায় মারা গেছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview