Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে বিরল প্রজাতির ২৪ পাখি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১০:২০ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরল প্রজাতির ২৪টি বিদেশি পাখি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটক পাখিগুলো রঙিন কাকাতুয়া প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম হলো কিল বিল্ড টাউচান। 

বৃহস্পতিবার (৩০ মে)বিকেল ৬টার দিকে কাতার থেকে কিউআর-৬৩৪ নম্বর ফ্লাইটে আসা পাখিগুলোকে আটক করা হয়।

]শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৬টার দিকে কাতার থেকে কিউআর-৬৩৪ নম্বর ফ্লাইটে আসা একটি চালানে পাখিগুলোকে আটক করা হয়। পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। চালানটির আমদানিকারক স্মার্ট ইন্টারন্যাশনাল।

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview