Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার কমলাপুর রেল স্টেশনের ঘাঁস নিয়ে লাইভে ব্যারিস্টার সুমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পরিবারকে গ্রামের বাড়িতে পাঠানো জন্য ট্রেনে তুলে দিতে কমলাপুর রেল স্টেশনে গিয়ে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সেখানে তিনি দেখেন রেল লাইনের উপর বড় বড় ঘাস জন্মেছে। যা কাটার কারো সময় নেই।

ব্যারিস্টার সুমন বলেন, রেলের সময় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মোটামুটি ভালোই চলতেছে। এজন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এটা দেশের সবচেয়ে বড় রেলস্টেশন। এটা কেন্দ্রীয় রেল স্টেশন। এসময় তিনি এক হাত লম্বা লম্বা ঘাস দেখিয়ে বলেন, কিছু লোক লাগিয়ে ঘাস গুলো পরিস্কার করলে স্টেশনটা অনেক সুন্দর হয়ে যেতো। সুন্দর করতে অসুবিধা কি! আমরা কি পুরো পুরি সৌন্দয্য ভুলে গেছি।

ট্রেনে ওঠার পরে অনেকে মনে করেন ট্রেনে যে উঠতে পেরেছি এটাই অনেক বেশি। মেইন স্টেশনটাই যদি দেখতে সুন্দর না হয়, তাহলে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ কিভাবে বাড়বে?

লাইভ থেকে বোরোনোর আগে তিনি রেলমন্ত্রীর কাছে ঘাঁস কাটার নির্দেশনা দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, আপনি (মন্ত্রী) একটু বলে দিলেই ঘাসগুলো কেটে দেবে। রেল স্টেশনের সৌন্দর্য্য অনেক বেড়ে যাবে।

Bootstrap Image Preview