চীনের পর এবার মেক্সিকোর সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন প্রতিহত করতে মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে আমাদের দেশে আসা সকল পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং অবৈধ অভিবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধীরে ধীরে তা (শুল্কারোপ) বাড়তে থাকবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মি: ট্রাম্প বলেছেন প্রতি মাসে ৫ শতাংশ করে শুল্ক বাড়বে, ২৫ শতাংশ না হওয়া পর্যন্ত।
মেক্সিকোর সকল পণ্যের ওপর শুল্কারোপের কারণ হিসেবে ট্রাম্প মেক্সিকো দিয়ে অবৈধ অভিবাসীর কথা উল্লেখ করেছেন।