Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের বিরুদ্ধে বোল্টনের অভিযোগ মিথ্যা: রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ৩১ মে ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক নাশকতামূলক হামলায় ইরান জড়িত বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যে অভিযোগ করেছেন তাকে ‘বিশ্বাসযোগ্য’ নয় বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে জন বলেন, ‘আমরা বহুবার দেখেছি যেকোন বিষয়কে যুক্তরাষ্ট্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে এবং তাদের মতো করে বিশ্লেষণ করে বিশ্ববাসীকে খাওয়ানোর চেষ্টা করে।’

তিনি আরো বলেন, ব্রিটেন যেকোনো ঘটনার ব্যাপারে ‘ব্যাপক সম্ভাবনা রয়েছে’ বলে যে বক্তব্য দেয় যুক্তরাষ্ট্রের এই মনোভাব তার চেয়ে খারাপ।

উল্লেখ্য, গত ১২ মে ফুজায়রা দ্বীপে আরব আমিরাতের একটি, নরওয়ের একটি এবং দু'টি সৌদি আরবের দু’টি তেল ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এছাড়া কারো জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে গত বুধবার আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে বোল্টন কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন, তেল ট্যাংকারে ইরানি নৌ বাহিনীর মাইন দিয়ে আঘাত হানা হয়েছে।

Bootstrap Image Preview