Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বসেরা সাকিবের আরেক বিশ্বরেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ০৩ জুন ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


ওয়ানডে ক্রিকেটে দ্রুত ২৫০ উইকেট ও ৫ হাজার রানের নয়া বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।

গতকাল ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েন সাকিব। নিজের ১৯৯তম ম্যাচে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মালিক এখন তিনি।

অবশ্য ব্যাট হাতে ৫হাজার রান আগেই পূর্ণ করেছিলেন সাকিব। আজ ২৫০তম উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করামকে বোল্ড করে ওয়ানডেতে ২৫০তম উইকেট তুলে নেন সাকিব।

সাকিবের পর এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের আব্দুর রাজ্জাক। ২৫৮ ম্যাচে ২৫০ উইকেট ও ৫ হাজার রান করেছিলেন রাজ্জাক।

Bootstrap Image Preview