Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে  দেখছেন না মার্ক ওয়াহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ০৩ জুন ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


চলতি ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালের জন্য যোগ্য দল হিসেবে বিবেচনা করছেন না অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মার্ক ওয়াহ। ইনস্টাগ্রাম পোস্টে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের দেয়া টুর্নামেন্টের সম্ভাব্য সেমিফাইনালিস্ট দলের বিপক্ষে অস্ট্রেলিয়ান কিংবদন্তী মার্ক ওয়াহ এই মন্তব্য করেছেন।

ম্যাককালাম তার পোস্টে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার নাম উল্লেখ করেছিলেন। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে লড়াই হবে বলে ম্যাককালাম পোস্টে লিখেছেন।

মার্ক ওয়াহ অবশ্য ম্যাককালামের এই ভবিষদ্বাণী সম্পর্কে সম্পূর্ণ নিজস্ব মতামত দিয়েছেন। অস্ট্রেলিয়ান সাবেক এই তারকা ব্যাটসম্যান ম্যাককালামের ভবিষদ্বানীকে অবশ্য একেবারে উড়িয়ে দেননি। তার মতে দলগুলোর সাম্প্রতীক পারফরমেন্স যাচাইয়ে এই ধরনের একটি আভাষই পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয়ে অবশ্য সাবেক কিউই অধিনায়কের সাথে দ্বিমত পোষণ করেছেন মার্ক ওয়াহ। তার মতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডই এবারের আসরের নিশ্চিত সেমিফাইনালিস্ট, ভারত নয়।

Bootstrap Image Preview