১১ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের পর খুনের ঘটনায় যখন গোটা ভারতে নিন্দার ঝড় বইছে। ঠিক সেইসময় এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন যোগী আদিত্যনাথের দলের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি।
তিনি বলেছেন, একটি বাচ্চা মেয়েকে যদি ধর্ষণ করা হয়, তবে সেই ঘটনাকে অবশ্যই ধর্ষণ বলতে হবে। কিন্তু যদি ৩০–৩৫ বছরের কোনও বিবাহিত মহিলাকে ধর্ষণ করা হয়, তবে সেটাকে ধর্ষণ বলা যাবে না। সেই বিষয়টা আলাদা।
তার এ ধরনের মন্তব্যের পর ব্যাপক শোরগোল পড়ে যায়। এমনিতেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারার অভিযোগ করেছে বিরোধী দলগুলো। এর আগেও সেখানকার কয়েকটি জায়গায় নারীদের নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে। সেই রাজ্যের মন্ত্রীর মুখে এমন বিতর্কিত মন্তব্য যোগী সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে।