সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঈদপরবর্তী মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুর্ঘটনার জন্য দায়ী নসিমন-করিমনের মতো ছোট যানবাহন।
এসময় তিনি আরও বলেন, এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। তবে সড়ক দুর্ঘটনা ছিল উদ্বেগজনক। এবার দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হার ছিল বেশি।
তিনি বলেন, এসব দুর্ঘটনার জন্য দায়ী নসিমন-করিমনের মতো ছোট যানবাহন। দুর্ঘটনা রোধে মহাসড়কে এ ধরনের ছোট যান নিয়ন্ত্রণে বিকল্প চিন্তা করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, যে সব পরিবহন বেশি ভাড়া আদায় করেছে, তাদের মামলা দিয়ে সতর্ক করা হয়েছে।
বিএনপির সংসদে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, সংসদে যাওয়া নিয়ে বিএনপির স্ববিরোধিতা রয়েছে।