Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালবাসার টানে নেত্রকোনায় চীনের তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভালোবাসার টানে সুদূর চীন থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দায় চলে এসেছেন এক তরুণী।

রবিবার জেলার কলমাকান্দার গুতুরা বাজারে এক বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে।

সম্প্রতি জসিম উদ্দিনের সঙ্গে চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার বিয়ে হয় দুবাইতে। ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান।

চাকরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রুপ নেয় ভালোবাসার সম্পর্কে। মাঝে তিনবছর চাকরির প্রয়োজনেই দুজন দুই দেশে চলে যান।

হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি। একপর্যায়ে আবারো দুজন দুবাইয়ে দেখা করে বিয়ে করেন। ফাইজা খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর জসিম উদ্দিন জানান, তাকে ভালোবাসার পর ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেছি। আমরা সুখে শান্তিতে থাকতে সকলের দোয়া চাই।

Bootstrap Image Preview