Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘তরুন ঘটক বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করব’

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক কলেজছাত্রী। বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের মলয় ঘটকের ছেলে তরুন ঘটকের সঙ্গে মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার তরুন ঘটক ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ফোন করে তার বাড়িতে আসতে বলেন। ফোন পেয়ে ওই ছাত্রী তরুন ঘটকের বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে আসার পর তাকে মারধর করে বাড়ি থেকে পালিয়ে যান তরুন।

তরুন ঘটকের বাড়িতে অবস্থানকারী ওই ছাত্রী বলেন, ‘তরুনের সঙ্গে চার বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর কালকিনিতে আমাদের সাক্ষাত হয়। সাক্ষাত থেকে প্রেম। এরপর থেকে তরুন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ঢাকায় তার সায়দাবাদের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। গত বৃহস্পতিবার তরুন আমাকে ফোন করে বাড়িতে এনে মারধর করেছে। ও যদি এখন আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।’

তরুনের মা ইতি ঘটক বলেন, এই মেয়ে ও তরুনের প্রেম সম্পর্কে আমরা কিছুই জানি না। তরুন ঢাকায় লেখাপড়া করে। বর্তমানে তরুন ঢাকায় আছে। বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের অভিভাবকদের মাঝে আলোচনা চলছে।

Bootstrap Image Preview