নিজের সদ্যোজাত শিশুকে ডাস্টবিনে ফেলে দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গিয়েও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছেন এক তরুণী মা।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, ওয়ারাপর্ন নামে ২৯ বছর বয়সী ওই নারী থাইল্যান্ডের সামুট প্রাকানে গত বুধবার নিজের অ্যাপার্টমেন্টে এক শিশুর জন্ম দেন। কিন্তু ভরণপোষণের সামর্থ্য না থাকায় তিনি সদ্যোজাত শিশুটিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে মোটরসাইকেলে চড়ে নিকটবর্তী একটি শহরে গিয়ে একটি কালো প্যাকেটে মুড়িয়ে শিশুটিকে একটি ডাস্টবিনে ফেলে দিয়ে সরে পড়ে।
ফুটেজে আরও দেখা যায়, ওয়ারাপর্ন বাচ্চাটিকে ফেলে যাওয়ার পর এক পথচারী ডাস্টবিনটির পাশ দিয়ে হেঁটে গেলেও কিছুই টের পাননি। তবে, প্রায় ঘণ্টা চারেক পর ডাস্টবিনের ময়লা সংগ্রহ করতে আসা একটি লোক শিশুটিকে উদ্ধার করেন।
তোয়ালে দিয়ে প্যাঁচানো শিশুটিকে উদ্ধারের সময় নাভি রজ্জু সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকারী লোকটি ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সাম্পারান হাসপাতালে ভর্তি করে।
পরে ফো কিও জেলার পুলিশ ঘটনার তদন্ত করতে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে শিশুটির মা ওয়ারাপর্নের খোঁজ পায়।
অস্বাস্থ্যকর প্রসব এবং অত্যধিক রক্তপাতে নিস্তেজ অবস্থায় ওই তরুণী মাকে পায় পুলিশ। পরে, উদ্ধারকৃত শিশুটির সঙ্গেই তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়ারাপর্ন জানান, তার কাছে পর্যাপ্ত টাকা-পয়সা নেই এবং ইতিমধ্যেই চার সন্তান থাকায় আমার পক্ষে আর নতুন করে সন্তানের লালন-পালনের সামর্থ্য নেই।