Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের তালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


কমিটি গঠনের নির্দেশনায় বয়সসীমা বাতিলের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর পর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে এই মুহূর্তে কার্যালয়ের সামনের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে।

তবে কার্যালয়ের ভেতরে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, বিএনপি নেতা খায়রুল কবির খোকন ও আজিজুল বারী হেলাল।

বিলুপ্ত কমিটির দাবি, প্রার্থী হওয়ার জন্য ২০০০ সালের মানদণ্ড বিলুপ্ত করে সবাইকে প্রার্থী হওয়ার সুযোগ দিতে হবে।

গত ৩ জুন রাতে কমিটি বিলুপ্ত করে গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে নেতা হওয়ার যোগ্যতা হিসেবে জানানো হয়েছে, অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। কেবলমাত্র ২০০০ সাল থেকে পরবর্তীতে যে কোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।   

Bootstrap Image Preview