Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমে রাজী না হওয়ায় তিন বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


এক কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো আমিনুল ইসলাম (১৮) নামে এক তরুণ। কিন্তু এতে সাড়া না দেওয়ায় অপর দু’বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে (১৩) ধর্ষণ করে খাগড়াছড়ির জেলা সদরের ভূয়াছড়ির নতুন বাজার এলাকার সুরুজ আলীর ছেলে আমিনুল।

গত সোমবার (১০ জুন) দুপুরে এ ঘটনার অভিযোগ পাওয়া যায়। পরে সোমবার রাতেই অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।

আটক বাকী দু’জন হলো- ভূয়াছড়ির নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে আল আমিন (১৭) ও কামাল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১৬)। পেশায় তিনজন ফার্নিচার শ্রমিক বলে জানা গেছে।

ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যায়নরত।

কিশোরীর মামা কামাল হোসেন বলেন, সোমবার দুপুরে আমার ভাগ্নি বাড়ির পাশের জঙ্গলে ছাগল চড়াতে যায়। এসময় তাকে একা পেয়ে আল আমিন এবং কামালের সহযোগিতায় আমিনুল তাকে ধষর্ণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি। আমিনুল দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে সে রাজী না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Bootstrap Image Preview