Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুষের অভিযোগে নয়, তথ্য পাচারের অভিযোগে বরখাস্ত বাসির: দুদক চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডিআইজি মিজানের ঘুষের অভিযোগে খন্দকার এনামুল বাসিরকে বরখাস্ত করা হয়নি, তথ্য পাচারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (১২ জুুন) সকালে দুর্নীতি দমন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ এলেই তাকে গ্রেফতারের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে না দুদক। এনামুল বাসিরের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। অনুসন্ধানে প্রকৃত সত্য উৎঘাটিত হবে।

ডিআইজি মিজানের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, অনুসন্ধান বস্তুনিষ্ঠ করতে গিয়ে দেরি হচ্ছে।

এদিকে, অভিযোগের বিষয়ে দুদকের পরিচালক এনামুল বাসির বলেন, ফোনালাপের বিষয়টি ডিজিটাল কারসাজি। এটা গণমাধ্যমে ভুলভাবে এসেছে। সব কিছুর জন্য গণমাধ্যম দায়ী।

Bootstrap Image Preview