বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও অতিরিক্ত নিকোটিনযুক্ত পাতার বিড়িসহ সৈয়দ আলী (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার রাতে তাকে জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত সৈয়দ আলী জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের মৃত সৈয়দ আয়াজ আলীর ছেলে।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি টহল দল সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর আগুনকোনা গ্রামের সৈয়দ হাসনুরের বাড়িতে বুধবার বিকালে অভিযান চালায়।
অভিযানে ওই বাড়ি থেকে র্যাব আমদানি নিষিদ্ধ ২ লাখ ৬৩ হাজার ৬০০ পিস বিদেশি সিগারেট ও ৩ লাখ ৩৬ হাজার ৫৫০ পিস পাতার বিড়ির শলাকা জব্দ করে।
এসব আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও বিড়ি চোরাচালানে জড়িত থাকায় সৈয়দ আলীকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সৈয়দ আলীকে আটক ও বাড়ির মালিক সৈয়দ হাসনুরকে পলাতক আসামি দেখিয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা করা হয়।