Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীরা অপরাধ করলে স্বামীরা তাঁদেরকে মারতে পারেন: যুক্তরাষ্ট্রের ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রে এক ইমামের ভিডিও প্রকাশ পেয়েছে যাতে দেখা গেছে ওই ইমাম বলছেন স্ত্রীরা অপরাধ করলে স্বামীরা তাঁদেরকে মারতে পারেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী ওই ইমামের নাম বাসেম আল শেরা।

মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট (এমইএমআরআই) ফুটেজটি প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায় শিয়া ইমাম বাসেম নারীদের প্রহারের জন্য স্বামীদের উৎসাহিত করছেন।

ফুটেজে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিটিতে অবস্থিত আজ-জহরা ইসলামী কেন্দ্রের একটি ক্লাস দেওয়া ইমাম বাসেমের বক্তব্য স্থান পেয়েছে। ওই বক্তব্যে তিনি বলছেন, 'বিনা কারণে মারধর করা উচিত নয়। তবে কোনও অপরাধ করলে বা সেই পথ থেকে সরে আসলে স্ত্রীদের শাস্তি হিসেবে মারধর করা উচিত।'

ইমাম বাসেম আরও বলেন, 'আপনার সন্তান যখন বৈদ্যুতিক সকেট বা আগুনে হাত দেয় তখন আপনি কী করেন? যদি আপনার সন্তান বিপদজনক কিছু হাতে নিলে অথবা খারাপ কিছু মুখে দিলে আপনি নিশ্চয়ই শাস্তি দেন। আপনার স্ত্রীকেও এরকম শাস্তি দেওয়া উচিত।'

ভিডিওটি গত ২৭ মে আজ-জহরা ইসলামিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

ইমামের এই বক্তব্য প্রথমবার বলে মনে হয় না। গত জানুয়ারি মাসে তিনি ইহুদি বিরোধী বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি দাবি করেন, ইহুদিরা তাঁদের পবিত্র গ্রন্থ বিকৃত করেছে এবং নবীদের হত্যার অনুমোদন দিয়েছে।

মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট (এমএমআরআই)-এর এক প্রতিবেদনে বলা হয়, 'ইমাম বাসেম ইহুদিদের বিরুদ্ধে ধর্ম ও নৈতিকতার বিষয়ে কৌশল অবলম্বন, জালিয়াতির আশ্রয় এবং সোনা সংগ্রহ ও সুদের কারবার ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন।'

নারীদের শাস্তি প্রসঙ্গে ইমাম বাসেমের দেওয়া বক্তব্যকে নারীর প্রতি সহিংসতাকে উসকে দেওয়ার শামিল বলে মনে করছেন অনেকে।

Bootstrap Image Preview