Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আগেই স্বামী-স্ত্রীকে চাপা দিয়ে মেরে ফেলল বরযাত্রীর মাইক্রোবাস

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. কাইমুদ্দিন (৪৫) নামে এক অটোভ্যান চালক এবং তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর প্রশিকা মোড়ের দেবীগঞ্জ-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইমুদ্দিনের বাড়ি দেবীগঞ্জ সদর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ বাজার থেকে কাইমুদ্দিন অটোভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তার অটোভ্যানে স্ত্রী আনোয়ারা বেগম ও নাতনি আনিকা (৬) ছিলেন। প্রশিকা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস তাদের ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাইমুদ্দিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আনোয়ারা বেগমকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের নাতনি আনিকা আশঙ্কামুক্ত আছে বলে জানা গেছে।

মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের তথ্য নিশ্চিত করে দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, অটোভ্যানটিকে ধাক্কা দেয়া মাইক্রোবাসটি তাৎক্ষণিক পালিয়ে যায়। তবে বরযাত্রীবাহী ওই বহরের দুটি মাইক্রোবাসকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview