৬০ হাজার দিরহাম এবং ৩০০ ইউএস ডলারসহ সারজাহগামী এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক যাত্রীর নাম মো. জহুর আলম। এয়ার এরাবিয়ার শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার জি ৯-৫২২ ফ্লাইটে তার সারজাহ যাওয়ার কথা ছিল। জহুর আলমের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদন্ডী এলাকায়। তার বাবার নাম রুতম আলী।
সরওয়ার-ই-জাহান বলেন, দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় জহুর আলমের ব্যাগে ৩০০ ইউএস ডলার ও ৬০ হাজার দিরহাম পাওয়া যায়। ২৩ দশমিক ৫০ টাকা হিসেবে ৬০ হাজার দিরহামে প্রায় ১৪ লাখ টাকা। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচার আইনে মামলা করা হবে বলে জানান তিনি।