নারায়ণগঞ্জের ফুতুল্লায় সিদ্দিক মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ভোলাইল গেইদ্দার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
তিনি বলেন, ‘নিহতের বুকে ও পেটে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। নিহত সিদ্দিক মিয়া দেওভোগ মুন্সিবাড়ি এলাকার মৃত ফজল আলী ছেলে।’
মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।