Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভল্টের হিসাবে গরমিল,বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ভল্টের টাকার হিসাবে ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রংপুর শাখার ভল্টে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার ওই শাখার জেনারেল ম্যানেজার তাদের সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা সাজেদ মোহাম্মদ খালেদ, শামীম মিয়া, শেফালী বেগম ও রাবেয়া বশরী। তারা চারজনই প্রথম শ্রেণির কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ব্যাংকের দৈনন্দিন লেনদেনের টাকাসহ পুরোনো ছেঁড়া-ফাটা নোট গণনা করে বান্ডিল করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োজিত আছেন। তাদের মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা বলা হয়।

তিনি বলেন, সম্প্রতি টাকা গণনার ওই বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে হিসাবে গরমিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চার কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ওই চার কর্মকর্তা ব্যাংকের টাকা চুরি করেছেন। ভল্টে গণনা করে কয়েন ও টাকার পরিমাণ কম পাওয়া গেছে। তবে কী পরিমাণ টাকা কম পাওয়া গেছে তা জানা যায়নি।

সংশ্লিষ্ট শাখার মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নিয়ম বহির্ভূত কিছু কাজের জন্য বাংলাদেশ ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার (জিএম) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

তিনি বলেন, এ বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview