Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিলেন ধর্ষকের বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেটের ফেঞ্চুগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ‘ধর্ষিত’ শিশু দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং ওই কিশোর সপ্তম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অপরাধ করেছে। আমি তার শাস্তি চাই।’

স্থানীয়রা জানান, যুধিষ্ঠিপুর গ্রামের ওই কিশোর গতকাল দুপুরের দিকে দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অভিযুক্ত কিশোরের বাবা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ওসি আবুল বাসার বদরুজ্জামান জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই কিশোরকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview