Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবার চালানসহ শ্যামলী পরিবহনের বাস জব্দ,চালক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


রাজধানীর মহাখালীতে কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

সকলে মহাখালীর রেলগেট এলাকায় র‍্যাবের অভিযান পরিচালনা হলে পরিচালনা করলে শ্যামলী পরিবহনের বাস চালকের নিকট থেকে উদ্ধার করা হয় নয় হাজার পিস ইয়াবা।

পরে বাসটি জব্দ করা হয়। র‍্যাবের এক কর্মকর্তারা জানান, মাদক চালানের পেছনে যারা রয়েছে তাদের আটকে অভিযান চলছে। আজ এই অভিযানটি ছিল আমাদের ঝটিকা কার্যক্রম। যার ফলে কোনো কিছু বুঝে উঠার আগেই আমরা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত একজন বাস চালকে আটক করতে সক্ষম হয়েছি।

এ সময় র‍্যাব-২’র কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, চালক গাড়ি চালানোর আগে ও পরে ইয়াবা সেবন করে। এছাড়া সে প্রতিনিয়ত বড় বড় চালান নিয়ে আসে।বাস থেকে যেহেতু মালটা উদ্ধার করা হয়েছে তাই আমরা আইন অনুযায়ীই বাস জব্দ করেছি। মালিক জড়িত আছে কি না সেটা তদন্দ সাপেক্ষে বলা যাবে। আর কারা কারা জড়িত সেটাও বেড়িয়ে আসবে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview