Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী নিয়ে ফুর্তি করতে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে সাধুর মৃত্যু

জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে ভণ্ড এক ফকিরের আস্তানায় নারী নিয়ে ফুর্তি করতে এসে মাত্রারিক্ত যৌন উত্তেজক ট্যাবলেট সেবনে সাধু ভক্ত গৌরি দাসের (৪৫) মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গৌরি দাসের সহযোগী বরকত আলীকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর আস্তানা ছেড়ে পালিয়েছে ভণ্ড সাধুবেশী ফকির আফছার আলী (৬০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাসাদাহ এলাকায় বেশ কয়েকটি ফকিরের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানায় চলে অসামাজিক কার্যকলাপ। সেই সঙ্গে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সেবনসহ চলে মাদক গ্রহণ। আস্তানায় আসা ভক্ত বেশী অপরাধীদের অনৈতিক কার্যকলাপ নিরাপদে চালিয়ে যাওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া হয়ে থাকে বলে অভিযোগ।

হাসাদাহ ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদাগা গ্রামের হবু দাসের ছেলে গৌরি দাস ও জলিলপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে বরকত আলী আফছার ফকিরের আস্তানায় আসার পর গৌরি দাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাদাহ বাজারের পল্লী চিকিৎসকের নিকট নেওয়া হয়। চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।

আটক বরকত আলী জিজ্ঞাসাবাদে জানান, গৌরি দাস ও তিনি আস্তনায় নারী নিয়ে ফূর্তি করতে আসেন। এসময় গৌরি দাস ৪টি যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে মারাত্মকভাবে অসুস্থ্য হয়ে মারা যান।

এলাকাবাসী এসময় বরকতের নিকট থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও কনডম উদ্ধার করে। হাসাদাহ ফাঁড়ি ইনচার্জ এএসআই খালিদ গৌরি দাসের মৃত্যু ও বরকতের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এলাকার পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এলাকাবাসী ভন্ড ফকির আফছারের আস্তানার উচ্ছেদ দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview