Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কৃষকদের মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেই বাজেটে: খালেকুজ্জামান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সরকারের প্রচারণায় অতিরিক্ত উৎপাদন করে ধানের দাম না পেয়ে ভয়ংকর ক্ষতি হওয়ায় মৃত্যুর দরজায় পৌছেছেন কৃষক। অথচ এই ক্ষতিপূরণ করে কৃষকদের মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবারে বাজেটে। তবে মিলারদের অতিরিক্ত লাভের জন্য বরাদ্দ রাখা হয়েছে ঠিকই বললেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

এবারের বাজেট কতটা কৃষি বান্ধব এ প্রশ্নের জবাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, এবারের বাজেটে কৃষি খাতের মোট ৩.৭ ভাগের মধ্যে প্রণোদনা এবং ভর্তূকিতে যে বরাদ্দ রাখা হয়েছে তাতে মধ্যস্বত্ত¡ভোগীদের লাভ হলেও কৃষকের কোনো কাজে আসবে না। বাজেটে প্রকৃত কৃষকদের ঋণ পাওয়ারও ব্যবস্থা নেই।

বাংলাদেশের ফুল চাষের জনক যশোরের ঝিকরগাছার পানিসারার মো. শের আলী সরদার ( ফুল শের আলী) বললেন, বাজেটে কৃষিখাতে বরাদ্দ ২৮৩৫৩ কোটি টাকা এই খাতের উন্নয়নে যথেষ্ট। তবে ঘাপলা এড়িয়ে সঠিকভাবে ব্যবহার করা না গেলে এই বরাদ্দ কোনো কাজে আসবে না।

Bootstrap Image Preview