Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগে ভিক্ষুকের জাত মনে করত, এখন করে না : প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এখন বাংলাদেশ থেকে কেউ বাইরে গেলে আগে যারা মনে করত আমরা ভিক্ষুকের জাত হিসেবে যাচ্ছি, এখন তারা আর মনে করে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সমালোচকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘ভালো না লাগা পার্টি যারা তাদের কোনো কিছুতেই ভালো লাগবে না। আমি এটুকু বলব দেশকে দারিদ্রমুক্ত করা, দেশকে উন্নত করা, সমৃদ্ধশালী করা এবং স্বাধীনতার সুফল যেন দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগতি আনতে সক্ষম হয়েছি। ’

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে, যাদের মানসিক অসুস্থতা আছে। তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কিছু করেন না কেন তারা কোনো কিছুতে ভালো খুঁজে পায় না। যখন দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যখন দেশে অর্থনৈতিক উন্নতি হয়, সাধারণ মানুষের ‍উন্নতি হয়, তারা কোনো কিছুই ভালো চোখে দেখেন না। তারা সব কিছুতেই কিন্তু খোঁজে।’

শেখ হাসিনা বলেন, ‘তারা কী গবেষণা করে তা জানি না। তারপরেও তাদের একটা কিছু বলতে হবে। এত সমালোচনা করেও আবার বলবে কথা বলতে পারি না। এই রোগটা তাদের আছে। এটা একটা অসুস্থতার মতো। ’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার কথা হচ্ছে সাধারণ জনগণ ভালো আছে কি না। সাধারণ মানুষগুলো ভালো করতে পারছে কি না। ’

প্রসঙ্গত, সংসদে বাজেট দেয়ার পর দিন বাজেটের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার রেওয়াজ ছিল অর্থমন্ত্রীর। এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়ায় সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

এর আগে অসুস্থ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এমনটি নিশ্চিত করেছিলেন তার বড় ভাই আবদুল হামিদ।

Bootstrap Image Preview