Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রবিবার থেকে হতে পারে টানা বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রবিবার থেকে রাজধানীতে টানা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বায়ু'র প্রভাব কেটে গেলে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশেই বর্ষা প্রভাব বিস্তার করবে বলেও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আজকের তাপমাত্রা কমে আসবে, সেক্ষেত্রে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা যেটা আছে, সেটা ১৬ তারিখের পরে ঢাকার তাপমাত্রা কমে যাবে তখন বৃষ্টির প্রবণতাও বেড়ে যাবে। আরব সাগরের ঘূর্ণিঝড় 'বায়ু'র উঠে গেলেই বর্ষাটা সারা দেশে বিস্তার করবে। তখন গরমটা কমে যাবে।

Bootstrap Image Preview