Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যর নাম সিদ্দিকুর রহমান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগে টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) পদে কর্মরত।

শুক্রবার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজএিস কলোনি এলাকা থেকে র‌্যাব ও নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ টিম তাকে আটক করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, গোপনে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিজিএস কলোনির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে লুকানো অবস্থায় ছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Bootstrap Image Preview