Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় চোরাই স্বর্ণালঙ্কারসহ আটক এক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১১:১২ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় চোরাই স্বর্ণালঙ্কারসহ হৃদয় (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার কুষ্টিয়ার দহকুলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হৃদয় চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার মুনসুর আলীর ছেলে।

শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার সদর থানায় প্রেস ব্রিফিং করে হৃদয়কে সাংবাদিকদের সামনে হাজির করে।

পুলিশ জানায়, গত ৪ জুন শহরের সিনেমা হল পাড়ার শাহাদত হোসেন স্ত্রী সন্তান নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। ছুটি শেষে তিনি গ্রাম থেকে বাড়ি ফিরে দেখেন তার ঘরের জানালার গ্রীল ভেঙে চোরেরা ড্রয়ার থেকে ১১ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় সদর থানায় মামলা রজু হলে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এরই পরিপেক্ষিতে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুষ্টিয়ার দহকুল গ্রাম থেকে হৃদয়কে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল জানান হৃদয় চুরির বিষয় স্বীকার করে আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি

Bootstrap Image Preview