Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১২:৪৫ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জামালপুর সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নবী হোসেন নামে এক অটোরিকশা (৬২) চালক নিহত হয়েছেন। সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জামালপুর থানার ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নবী হোসেন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ী গ্রামের মৃত বেছুমালের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা সারে ৭টার দিকে নান্দিনা বাজার থেকে বানারেরপাড় যাওয়ার কথা বলে যাত্রী বেশে একদল ছিনতাইকারী নবী হোসেনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে দড়িহামিদপুর গ্রামে পৌঁছালে রাস্তায় অটোরিকশা থামিয়ে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে চালক নবী হোসেনের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা চালক নবী হোসেনের গলায় ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় ছিনতাইকারীরা অটোরিকশাটি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা চালক নবী হোসেনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নান্দিনা জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর থানার ওসি সালেমুজ্জামান জানান, খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview