Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধবধবে সাদা সন্তান জন্ম দিলেন কৃষ্ণাঙ্গ মা-বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রসবের পর প্রথমবার মেয়েকে দেখে চমকে গিয়েছিলেন তিনি। ঠিক দেখছেন তো? অ্যাঞ্জেলা লেবরো বলেন, এটা আমার মিরাকেল বেবি। নাইজেরিয়ার বাসিন্দা অ্যাঞ্জেলার স্বামীও নাইজেরিয়ান।

কিন্তু ঘটনাচক্রে তাদের মেয়ে ফুটফুটে সাদা ও নীল চোখ। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন অ্যাঞ্জেলা। বাবা হয়ে খুবই খুশি বেন লেবরো। তিনি বলেন, আমার স্ত্রীর ৩৫ বছর বয়স। নানারকম শারীরিক সমস্যা ছিল। মা-মেয়ে উভয়েই সুস্থ আছে।

তারা মেয়ের নাম রেখেছেন নমাচি। জিন বিশেষজ্ঞরা এই ঘটনার পেছনে তিনটি কারণের কথা বলছেন। হতে পারে নমাচির জিনের পুরোপুরি মিউটেশন ঘটে গেছে।

আবার এমনও হতে পারে যে, তার পূর্বসূরীদের কেউ সাদা চামড়ার অধিকারী ছিলেন। এছাড়াও পিগমেন্টের অভাবজনিত কারণেও তার চামড়ার রং সাদা হতে পারে। পরে হয়তো তা পরিবর্তিত হয়ে কালো হয়ে যেতে পারে।

Bootstrap Image Preview