Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর জিয়া কলোনি থেকে বিমানবন্দর পর্যন্ত সাতটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রবিবার (১৬ জুন) গণমাধ্যমে এ তথ্য জানায় তিতাস।

প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকট আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সকল সিএনজি গ্রাহক, রেডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ আগামী ১৭ জুন, ২০১৯ তারিখ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে খিলখেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Bootstrap Image Preview