ময়মনসিংহে একসঙ্গে নিখোঁজ হয়েছে যমজ তিন বোন।
শুক্রবার (১৪ জুন) দিনগত রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর রবিবার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
তারা হলো- উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের আব্দুর রহমানের মেয়ে চম্পা, রাজিয়া ও সুলতানা। তিনজনই ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ফুলপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কিশোরীদের চাচা আব্দুস সালাম। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।