Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান সোমবার এ তথ্য জানান।

এক বিবৃতিতে প্যাট্রিক শানাহান বলেন, প্রায় এক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এসব সেনা আকাশ, নৌ ও স্থল হুমকি মোকাবেলায় কাজ করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না। কিন্তু ওই অঞ্চলে নিয়োজিত আমারদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ।

এছাড়া তিনি দাবি করেন, ইরান ও ইরান পন্থী গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। সেইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।

এদিকে মার্কিন নৌবাহিনী ওমান সাগরে দুটি ট্যাংকারে ইরান জড়িত আছে বলে এমন ছবি শেয়ার করেছে।

Bootstrap Image Preview