Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাবাশ বাংলাদেশ, এভাবেই খেলতে থাক: সৌরভ গাঙ্গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


গতকাল সোমবার বাংলাদেশের জয়টি পাল্টে দিয়েছে বিশ্বকাপের সব হিসাব-নিকাশ! এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জাগিয়ে রাখল বাংলাদেশ।

বাংলাদেশের এমন পারফর্মেন্সের পর টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

গাঙ্গুলি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ। দলটিতে এত এত ভালো খেলোয়াড় দেখে খুব ভালো লাগছে। এভাবেই খেলতে থাক।’

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ শুধু জয়ই পায়নি, ইতিহাসও সৃষ্টি করেছে। টাইগাররা এক লাফে উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচে। বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে জয়গুলোর মধ্যে দ্বিতীয় জয় এটি। ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখে টপকে যায় মাশরাফী বাহিনী। টনটনে সাকিবের অপরাজিত সেঞ্চুরির (১২৪) সঙ্গে লিটন দাসের অপরাজিত ঝড়ো হাফসেঞ্চুরিতে (৯৪) ইতিহাস গড়েছে বাংলাদেশ।

Bootstrap Image Preview