Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হুয়াওয়ে ফোনের বিক্রি বাড়াতে ওয়ারেন্টি প্রোগ্রাম চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


সম্ভাব্য হুয়াওয়ে ক্রেদেরকে আশ্বস্ত করতে বিশেষ এক ওয়ারেন্টি প্রোগ্রাম চালু করেছেন ফিলিপাইনের খুচরা ফোন বিক্রেতারা।

ফিলিপাইনসের প্রায় ৩০ পার্টনার রিটেইলার ও ডিলার এই বিশেষ ওয়ারেন্টি প্রোগ্রামে যুক্ত হয়েছেন। হুয়াওয়ে ফোনে দুই বছরের ওয়ারেন্টি থাকাকালীন যদি অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ হয়ে যায় তবে ১০০ শতাংশ রিফান্ড দেবে তারা।

অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ হলেও যে নতুন কেনা ফোনে আগামী দুই বছর পর্যন্ত গুগল প্লে স্টোর, জিমেইল, গুগল ম্যাপ, ফটোস, ক্রোম ও ইউটিউব ব্যবহার করা যাবে সে বিষয়ে ত্রেতাদের আশ্বস্ত করতে চান তারা।

‘টু ইয়ারস অব গুগল অ্যাপস’ প্রোগ্রামের আওতায় হুয়াওয়ে পি ৩০ প্রো, হুয়াওয়ে পি ৩০, হুয়াওয়ে পি ৩০ লাইট, হুয়াওয়ে ম্যাট ২০ প্রো, হুয়াওয়ে ম্যাট ২০, হুয়াওয়ে পি ২০ প্রো, হুয়াওয়ে পি ২০, হুয়াওয়ে পি ২০ লাইট, হুয়াওয়ে নোভা থ্রি, হুয়াওয়ে নোভা থ্রি আই, হুয়াওয়ে নোভা ২ লাইট ফোনে রিফান্ড পাওয়া যাবে।

Bootstrap Image Preview