Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অগণিত পুরুষের অনৈতিক প্রস্তাব পেয়েছেন ম্যাডোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


ক্যারিয়ারের চূড়ান্ত শেখরে পৌঁছাতে অনেক সময় শ্রমের পাশাপাশি বিনিময়ের পণ্য হতে হয়। বর্তমান তারকাদের মধ্যে অনেকের পূর্ব জীবন বিশ্লেষণ করলে এই বিষয়টা পরিষ্কার বুঝা যায়।

পপ তারকা ম্যাডোনার ক্যারিয়ারকে সফল করার বিনিময়ে অগণিত পুরুষ তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন পপসঙ্গীতের রানি।

সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, ‘কত পুরুষ যে আমাকে ''তুমি যদি আমাকে.... সুবিধা দাও'' অথবা, ''তুমি যদি আমার শয্যাসঙ্গীনি হও'' এসব কথা বলেছে তার হিসেব দিতে পারবো না। যৌনতা হল বাণিজ্য।’

প্রসঙ্গত, যৌন হয়রানির প্রতিবাদে শুরু হওয়া 'মি টু' আন্দোলনে সরব ছিলেন ম্যাডোনা। কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও একই আচরণের মুখোমুখি হতে হয়েছে।

Bootstrap Image Preview