Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালিবানদের হামলায় পুলিশ কমান্ডারসহ নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের পাকতিক প্রদেশের ইয়াহিয়া খিল জেলায় সংঘর্ষের ঘটনায় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও তিন জঙ্গি নিহত হয়েছে। বুধবার (১৯ জুন) দেশটির প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহ মোহাম্মদ আরিয়ান তালিবানদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা  ঘটে বলে নিশ্চিত করেন। 

তিনি বলেন, তালিবান বিদ্রোহীদের একটি দল বারমাল জেলার পুলিশ প্রধান মোহাম্মদ আইয়ুব থান্ডারের গাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে জেলার পুলিশ প্রধান ও তিন জঙ্গি নিহত হয়।

এই বন্দুকযুদ্ধের সময় আরো তিন জঙ্গি ও পুলিশ কমান্ডারের তিন দেহরক্ষী আহত হয়েছেন বলে মুখপাত্র জানান। 

তবে তালিবান জঙ্গিরা এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

Bootstrap Image Preview