Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেনসিডিলসহ উপজেলা ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শিহাবকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ৫৮ বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় জীবননগর বেনীপুর সীমান্ত ক্যাম্পের বিজিবির সদস্যরা তাকে আটক করেন। আটক শিহাব কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদের ছেলে।

বিজিবির বরাত দিয়ে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুইজন বেনীপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল নিয়ে আসছিলেন। এ সময় বিজিবির সদস্যরা তাদের গতিরোধ করে একজনকে আটক করেন। অন্যজন পালিয়ে যায়।

এ বিষয়ে তিনি আরও জানান, বিজিবি সদস্যরা রাতে সাহাবুদ্দিন শিহাব নামে একজনকে ৭ বোতল ফেনসিডিলসহ থানায় দিয়ে যায়। পরবর্তীতে, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এছাড়াও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনা সত্য হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview