Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ সভাপতি পাপন গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম চৌধুরী পাপনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভোলায় থানায় নারী নির্যাতন, মারামারিসহ একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) গভীর রাতে ভোলা সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে পাপনের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোলা জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চলে আসছে। আর এ কারণেই তাকে গতীর রাতে পুলিশ আটক করেছে।

গত কয়েক দিন ধরে ভোলা জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবিতে শহরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আসছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা আটক সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনের বিরুদ্ধে ভোলা থানায় নারী নির্যাতন, মারামারিসহ ৩-৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে।

Bootstrap Image Preview