Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে দেখা যাবে বিটিভি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


টেলিভিশন যোগাযোগের মারফত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত। তারই ধারাবাহিকতাই এবার বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে ভারতে। 

বুধবার (১৯ জুন) ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানান।

প্রকাশ জাভড়েকর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত একটি চুক্তি সাক্ষর করেছে, যার ফলে এখন থেকে বিটিভি ইন্ডিয়া চ্যানেল দেখা যাবে।

শুধু বাংলাদেশই নয়, একই রকম টিভির বন্ধনে ভারত বাঁধছে দক্ষিণ কোরিয়াকেও। সেই দেশেও এখন থেকে দেখানো হবে টিভি ইন্ডিয়া। আর সে দেশের সরকারি চ্যানেল কেবিএস দেখা যাবে ভারতে।

প্রকাশ জাভড়েকর আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার উদ্যোগ অত্যন্ত দরকারি। মোদি সরকার এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

Bootstrap Image Preview