Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মত গ্যালারিতে থাকছেন সাকিবের বাবা ও মা  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব আল হাসান। দেশের হয়ে চারটি ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি ৩৮৪ রান করে  এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করার তালিকায় সবার ওপরে আছেন তিনি। 

ছেলের এমন চোখ ধাঁধানো খেলা টিভির পর্দায় দেখে আর শান্ত থাকতে পারলেন না বাবা মাশরুর রেজা ও মা শিরিন রেজা। আর সেই জন্যই গত বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন সাকিবের বাবা ও মা।

দেশ ছাড়ার আগে সাকিবের বাবা জানিয়েছেন, সরাসরি মাঠে বসে কখনো সাকিবের খেলা দেখা হয়নি। এবারই প্রথম গ্যালারিতে বসে সাকিবের খেলা উপভোগ করবেন। বাংলাদেশের বাকি  সব গুলো খেলা গ্যালারিতে বসেই দেখবেন বলে আশা প্রকাশ করেছেন।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ছেলের খেলা গ্যালারিতে বসেই দেখবেন সাকিবের বাবা ও মা সাথে থাকবেন তাঁর স্ত্রীও মেয়ে অব্রি। 

Bootstrap Image Preview