Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ থেকে বিদায় বেলায় ধাওয়ানের আবেগঘন বার্তা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


আঙুলের চোট নিয়ে বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

বিদায় বেলায় ভক্তদের জন্য আবেগঘন এক ভিডিও বার্তা দিয়ে গেলন।

নিজের টুইটার পেজে ধাওয়ান একটি ভিডিও পোস্ট করেন৷ যেখানে অনুরাগীদের সম্বোধন করে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের সকলের এমন সমর্থন ও প্রার্থণায় আপ্লুত হয়েই এই ভিডিওটি পোস্ট করছি৷ দূর্ভাগ্যজন বিষয় যে, আমার আমার বুড়ো আঙুলের চোট যথা সময়ে সেরে ওঠা সম্ভব নয়৷ আমি ভীষণভাবে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম৷ এখন আমাকে ফিরে যেতে হবে এবং সুস্থ হয়ে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হতে হবে৷ ছেলেরা বিশ্বকাপে দারুণ খেলছে৷ আমি নিশ্চিত ওরা আরও ভালো খেলবে এবং বিশ্বকাপ জিতবে৷ আমাদের জন্য প্রার্থণা করুণ৷ সমর্থন করুণ আমাদের৷ আপনাদের সমর্থন ও প্রার্থণা আমাদের জন্য আত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়৷ সবাইকে ধন্যবাদ৷ ভালো থাকবেন৷’ 

Bootstrap Image Preview