Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসালেন টালি তারকারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


গতকাল বুধবার সন্ধ্যায় তুরস্কের রোমান্টিক বন্দর শহর বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে অগ্নিসাক্ষী করে নিখিল জৈনের সাথে গাঁটছড়া বেঁধেছেন টলিউড নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের খবর সবাইকে জানিয়েছেন এই নবদম্পতি। আর তাঁদের শুভেচ্ছাইয় ভাসিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রীসহ টালিগঞ্জের আরও বেশ কিছু তারকা।

প্রসেনজিৎ শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। চিরসুখী হও। ঈশ্বর আমার দেবীকে আশীর্বাদ করুন।’

প্রসঙ্গত, কিছুদিনের ভেতর দেশে ফিরবেন এই নবদম্পতি। দেশে ফিরে আগামী ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত ও নিখিল। আগামী ৪ জুলাই হবে তাদের রিসেপশন। বিয়ের পর ইউরোপে মধুচন্দ্রিমা কাটাবেন এ দম্পতি।

Bootstrap Image Preview