Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বাস খাদে পড়ে ২৫ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে ২৫ জনের মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) হিমাচলপ্রদেশের কুলুর বানজার এলাকায় পাহাড়ি রাস্তায় চলার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল উদ্ধার কাজের শুরু করেন।

জানা যায়, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি হিমাচল প্রদেশের বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল। এ সময় ভেতরে যায়গা না হওয়ায় ছাদেও অতিরিক্ত যাত্রী বহন করছিলো বাসটি।

তবে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে উদ্ধারকারী দল জানায়, অনেক উপর থেকে নিচে পড়ায় এত বেশি পরিমাণে প্রাণহানির ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Bootstrap Image Preview