রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।
শুক্রবার (২১ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন বলেন, সকালে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ আছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।