Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ বছর ধরে ধর্ষণ করছে বাবা, বুঝতেই পারেনি নাবালক মেয়েটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টানা সাত বছর ধরে বাবার হাতে ধর্ষিতা হয়ে আসছিলো ছোট্ট মেয়েটি। কিন্তু সেটা সে বুঝতেই পারছিলো না। এত অল্প বয়সে তা বোঝারও কথা নয়। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কনৌজে।

কিন্তু তার স্কুলের শিক্ষক ক্লাসের মেয়েদের গুড টাচ আর ব্যাড টাচ শেখানোর পর মেয়েটি বুঝতে পারে আসল ঘটনাটি। তখন সে তার বন্ধুকে জানায়, তার বাবা গত সাত বছর ধরে নিয়মিত তাকে ধর্ষণ করছে।

বিষয়টি তখন পৌঁছে যায় স্কুল কর্তৃপক্ষের কাছে। তারপর স্কুল থেকে মেয়েটিকে একটি এনজিও’র রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

মেয়েটি তাদের জানায়, মাত্র ৫ বছর বয়স থেকে তাকে নিয়মিত তাকে ধর্ষণ করে আসছে তার বাবা।

এরপর ওই পাষণ্ড বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ওই লোক উত্তরপ্রদেশের কনৌজে এক মোবাইল টাওয়ারে ইলেকট্রিশিয়ানের কাজ করেন।

কিন্তু এ ঘটনায় মেয়ের মায়ের প্রতিক্রিয়া জানা যায়নি।

Bootstrap Image Preview